করোনাভাইরাসের কারনে ২০২১ সালের ছেলেদের অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আসর দুই বছর পিছিয়ে দেয়া হয়েছে। আসর দুটি ২০২৩ সালে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।
এক বিবৃতিতে ফিফা জানায়, ‘আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে কোভিড-১৯ এখনও বড় চ্যালেঞ্জ। এখনও আন্তর্জাতিক স্তরে যাতায়াতের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে। আয়োজক দেশ এবং সংশ্লিষ্ট কনফেডারেশনের সঙ্গে ফিফা নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। এটা পরিস্কার যে, বিশ্বজুড়ে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।’
আগামী বছর ইন্দোনেশিয়ায় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ও পেরুতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ হওয়ার কথা ছিল। এ দুই দেশেই ২০২৩ সালে টুর্নামেন্ট দুটি অনুষ্ঠিত হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন