শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

লালপুরে মদসহ আটক ১

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২০, ১০:৫৬ এএম

নাটোরের লালপুরে দেশি ও বিদেশী মদও মদ তৈরীর উপকরনসহ মানিক হোসেন (২৪) নামের একজনকে আটক করেছে র‌্যাব।
সোমবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার লালপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মানিক হোসেন বালিতিতা ইসলামপুর এলাকার মৃত ডাঃ আমিরুল ইসলামের ছেলে।
র‌্যাব-৫,সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি মাসুদ রানা আটকের সত্যতা নিশ্চত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে লালপুর বাজারস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ২লিটার ৬৭৫ গ্রাম বিদেশী মদ, ৭ লিটার দেশীয় প্রস্তুতকৃত চোলাই মদও ৭৫ বোতল মদ তৈরীর উপকরণজব্দসহ হাতেনাতে মানিক কে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত একটি মোবাইল ও মাদক বিক্রয়ের নগদ ২হাজার ৮শত টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত মদ বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে মানিক হোসেন। তার বিরুদ্দে লালপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন