বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সাউদির ম্যাচে হার দেখছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

বিশাল লিড হাতে থাকায় দ্বিতীয় ইনিংসে ঝটপট রান তুলে ইনিংস ছেড়ে দেওয়ায় নিউজিল্যান্ডের জন্য স্বাভাবিক। তারা করলও তা। ম্যাচ জিততে বিশাল লক্ষ্য পেয়ে নেমেই টপ অর্ডার ধসে গেল পাকিস্তানের। সফরকারীদের ইনিংসে জোড়া আঘাত দিয়ে টেস্টে ৩০০তম উইকেটের মাইলফলক ছুঁলেন টিম সাউদি। শেষ দিনে পাকিস্তানের সামনে তাই ম্যাচ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ। মাউন্ট মাঙ্গুনুই টেস্টের চতুর্থ দিন শেষে জেতার রাস্তা অনেকটাই পরিষ্কার দেখতে পাচ্ছে নিউজিল্যান্ড। ৩৭৩ রানের লক্ষ্যে ৩ উইকেটে ৭১ রান নিয়ে দিন শেষ করেছে সফরকারীরা। স্বাগতিকদের প্রয়োজন ৭ উইকেট, পাকিস্তানের ৩০২ রান। তবে রানের দিকে না তাকিয়ে পাকিস্তানিরা নিশ্চয়ই চাইবেন উইকেটে পড়ে থাকতে। তাদের ভঙ্গুর লাইন আপ নিয়ে কাজটি যদিও ভীষণ কঠিন। চরম বিপর্যয়ের মধ্যে নেমে আজহার আলি (৩৪) আর ফাওয়াদ আলম (২১) আপাতত দিচ্ছেন ভরসা।
এর আগে দ্বিতীয় ইনিংসে কিউইদের ভালো শুরু আনেন দুই ওপেনার। শতরানের জুটিতে ফিফটি করেন দুজনেই। ৬৪ করা টম ব্ল্যান্ডেলকে ফিরিয়ে এই জুটি ভাঙ্গেন মোহাম্মদ আব্বাস। নাসিম শাহর পেসে ৫৩ করে ফেরেন টম ল্যাথাম। ইনিংস ঘোষণার পরিকল্পনায় এরপর দ্রুত রান আনার অ্যাপ্রোচ নিয়েছিল তারা। তাতে উইকেটও পড়েছে দ্রুত। কেইন উইলিয়ামসন থিতু হয়ে ফিরে যান। হেনরি নিকোলস, বিজে ওয়েটলিংরাও টিকতে পারেননি। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৮০ রান তুলেই ইনিংস ছেড়ে দেয় তারা।
নিউজিল্যান্ডের মাঠে চতুর্থ ইনিংসে রেকর্ড রান তাড়ার চাপ নিয়ে খেলতে নেমেই চোখে সর্ষে ফুল দেখেন পাকিস্তানের দুই ওপেনার। স্কোরবোর্ডে কোন রান আসার আগেই বিদায় নেন তারা। দ্বিতীয় ওভারেই আবিদ আলিকে উইকেটের পেছনে ক্যাচ বানান ট্রেন্ট বোল্ট। পরের ওভারে শান মাসুদ ক্যাচ দেন টিম সাউদির বলে। হারিস সোহেলকে নিয়ে এরপর বেশ কিছুটা সময় পার করে দিয়েছিলেন আজহার আলি। পরের স্পেলে ফিরে সাউদি ছেঁটে ফেলেন হারিসকে। স্যার রিচার্ড হ্যাডলির পর টেস্টে নিউজিল্যান্ডের দ্বিতীয় পেসার হিসেবে তিনি নেন ৩০০ উইকেট। ৩৭ রানে ৩ উইকেট হারানোর পরিস্থিতিতে থেকে হাল ধরেন আজহার-ফাওয়াদ। ৩৪ রানের জুটিতে দিনের বাকি ২০ ওভার টিকে যান তারা। ম্যাচ বাঁচাতে খেলতে হবে পুরো দিন। টেস্ট ক্রিকেটের বাস্তবতায় তাদের সামনে পরিস্থিতি তাই ভীষণ প্রতিক‚ল।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ৪৩১ ও ২য় ইনিংস : ৪৫.৩ ওভারে ১৮০/৫ (ডি.) (ল্যাথাম ৫৩, ব্ল্যান্ডেল ৬৪, উইলিয়ামসন ২১, টেইলর ১২*, নিকোলস ১১, ওয়াটলিং ৫, স্যান্টনার ৬*; আফ্রিদি ০/৪৭, আব্বাস ১/৩৩, নাসিম ৩/৫৫, ফাহিম ০/১৮, ইয়াসির ০/২১, মাসুদ ০/৪)।
পাকিস্তান : ২৩৯ ও ২য় ইনিংস : (লক্ষ্য ৩৭৩) ৩৮ ওভারে ৭১/৩ (মাসুদ ০, আবিদ ০, আজহার ৩৪*, হারিস ৯, ফাওয়াদ ২১*; সাউদি ২/১৫, বোল্ট ১/২৪, জেমিসন ০/৩, ওয়্যাগনার ০/০, স্যান্টনার ০/১৯)। চতুর্থ দিন শেষে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মো্্আবদুল হাই ৩০ ডিসেম্বর, ২০২০, ১০:৪০ এএম says : 0
পাকিসতান ডোরোকরবে মনে করিই
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন