মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

চট্টগ্রামে ৫ ইটভাটা উচ্ছেদ ৭ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গতকাল মঙ্গলবার পাঁচটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই ইটভাটার মালিককে ৬ লাখ ৯৯ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদফতরের সহায়তায় পরিচালিত এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।
অভিযানে খাজা মঈনুদ্দিন চিশতী ব্রিকস, মেহেরুজ্জাহা ব্রিকস, মেসার্স এবি ব্রিকস, শাহ আমানত ব্রিকস এবং নেক্সাস ব্রিকস উচ্ছেদ করা হয়। এসব ইটভাটার কাঁচা ইট, চুলা ও চিমনি ধ্বংস করা হয়। এছাড়া এবি ব্রিকসের মালিককে চার লাখ ৯৯ হাজার এবং শাহ আমানত ব্রিকসের মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান জানান, এসব ইটভাটায় জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রদত্ত লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র বা অবস্থান নির্ধারণের ছাড়পত্র, বন বিভাগের ছাড়পত্র ও বিএসটিআইয়ের মানপত্র নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন