শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কুমিল্লায় মালবাহী ট্রেনের ধাক্কায় নিহত ১, আহত ৪

ভ্রাম্যমাণ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২০, ১০:৫৭ এএম

কুমিল্লার শাসনগাছায় মালবাহী ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও চার জন। সকাল পৌনে ৭টায় নগরীর শাসনগাছা রেলগেইটে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানা যায়, সকাল পৌনে ৭ টায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী মালবাহী ট্রেন শাসনগাছা রেলগেইটে অদূরে থাকা অবস্থায় যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা রেললাইনে উঠে যায়। এ সময় মালবাহী ট্রেনের ধাক্কায় সিএনজিটি ধুমড়ে মুচড়ে অন্তত ৫শ মিটার সামনে নিয়ে যায়। এ সময় মোট চার জন আহত হয়।

কুমিল্লা রেলওয়ে ফাড়ি ইনচার্জ ইসমাইল হোসেন সিরাজী দৈনিক ইনকিলাবকে জানান, ঢাকামুখী মালবাহী ট্রেন শাসনগাছা রেলগেইটে উঠে পড়া সিএনজিটিকে ধুমড়ে মুচড়ে অনেকটা দূরে নিয়ে যায়। এ সময় সিএনজির ভেতর ৪ জন যাত্রী আহত হয়। হাসপাতালে নেয়ার পথে একজন মার যায়। তিনজন হাসপাতালে ভর্তি আছেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগ ইনচার্জ দুলাল সরদার দৈনিক ইনকিলাবকে বলেন, আহত তিনজন হাসপাতালে ভর্তি আছেন। দেবিদ্বারের ফরিদ মুন্সি নামে একজন নিহত হয়েছে। আহতদের নাম, পরিচয় এখনও পাওয়া যায় নি।

কুমিল্লা স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম জানান, সিগনাল অমান্য করে গতি বাড়িয়ে সিএনজিটি রেললাইন অতিক্রম করার সময় দূর্ঘটনা ঘটে। তবে নিহত হওয়ার বিষয়টি আমার জানা নেই। কয়েকজন আহত হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন