সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ফাওয়াদের সেঞ্চুরির পরও পাকিস্তানের হার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২০, ১২:১৬ পিএম

সিরিজের প্রথম টেস্টে ১০১ রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড। ৩৭৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৭১ রানে অলআউট হয় পাকিস্তান। এই জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক দল।

মাউন্ট মঙ্গানুইয়ে ৩ উইকেটে ৭১ রান নিয়ে খেলতে নামে পাকিস্তান। সকালের প্রথম ঘণ্টাতেই আজহার আলির উইকেট তুলে নেয় নিউজিল্যান্ড। ৩৮ রান করে ট্রেন্ট বোল্টের বলে কট বিহাইন্ড হন আজহার।

চতুর্থ উইকেটে আসে পাকিস্তানের জন্য ম্যাচে সবচেয়ে বড় জুটি। ফাওয়াদ আলমের সঙ্গে জুটি বাঁধেন মোহাম্মদ রিজওয়ান। তাদের ১৬৫ রানের জুটি স্বপ্ন দেখায় পাকিস্তানকে।

ব্ল্যাকক্যাপ বোলারদের অক্লেশে মোকাবিলা করে রিজওয়ান-ফাওয়াদ ৩৭৩ এর পথে রাখেন সফরকারী দলকে।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও হাফ সেঞ্চুরি পূর্ণ করেন রিজওয়ান। পাকিস্তান অধিনায়ক ক্যারিয়ারের পঞ্চম টেস্ট ফিফটি তুলে নেন ১৫৬ বলে।

অন্য প্রান্তে ফাওয়াদ তুলে নেন তার দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। ২৩৬ বলে ১৪টি চারের মারে তিন অঙ্কে পৌঁছান এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

রিজওয়ানকে ৬০ রানে এলবিডাব্লিউ করে জুটি ভাঙ্গেন কাইল জেমিসন। তিন ওভার পরই ফিরে যান ফাওয়াদ।

১০২ রান করে তিনি আউট হন নিল ওয়াগনারের বলে। তার বিদায়েই শেষ হয়ে যায় পাকিস্তানের টেস্ট জয় কিংবা ড্রয়ের স্বপ্ন।

এরপর শাহিন আফ্রিদি, নাসিম শাহরা চেষ্টা করেন টিকে থাকার কিন্তু তাদের সেই প্রচেষ্টা সফল হয়নি।

নিউজিল্যান্ডের হয়ে বোল্ট, জেমিসন, টিম সাউদি ও মিচেল স্যান্টনার দুটি করে উইকেট নেন। প্রথম ইনিংসে সেঞ্চুরির জন্য ম্যাচ সেরা হন ব্ল্যাক ক্যাপস অধিনায়ক কেইন উইলিয়ামসন।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ক্রাইস্টচার্চে। শুরু হবে ৩ জানুয়ারি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন