শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

সিলেটে বারাকার পাওয়ারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত : বেড়েছে কোম্পানীর সম্মিলিত মুনাফা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২০, ৫:৫৪ পিএম

বারাকা পাওয়ার লিমিটেড কোম্পানীর শেয়ার প্রতি আয় ২.৫৮ টাকায় দাঁড়িয়েছে। এছাড়া গত অর্থবছরে নতুন দুই পাওয়ার প্ল্যান্টের কারণে বেড়েছে বারাকা পাওয়ারের সম্মিলিত মুনাফাও। বারাকা পাওয়ার লিমিটেডের ১৩ তম বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানিয়েছেন গ্রুপের সংশ্লিষ্টরা।

আজ বুধবার (৩০ ডিসেম্বর) সিলেট নগরের সুবিদবাজারের খান প্যালেস কনভেনশন হলে বারাকা পাওয়ারের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কো¤পানি সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় সাধারণ সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বারাকা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী। তিনি বলেন, বারাকা গ্রুপ নিরব”ছিন্নভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে জাতীয় উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে আসছে। কো¤পানী ব্যবসায়িক সাফল্য, সুনাম ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন নতুন ব্যবসায় বিনিয়োগ করছে। তিনি আরো বলেন, বিগত অর্থবছরে বারাকা গ্রুপের নতুন দুইটি পাওয়ার প্ল্যান্ট ‘বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড’ ও ‘কর্ণফুলি পাওয়ার লিমিটেড’র পূর্ণ বছরের বিদ্যুৎ উৎপাদনের কারণে এ বছর বারাকা পাওয়ারের সম্মিলিত মুনাফা বেড়েছে। বারাকা পাওয়ার লিমিটেডের ব্যবস্হাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী বলেন, গত অর্থ বছরে কো¤পানির সম্মিলিত মুনাফা ছিল ৫৬.৭৬ কোটি টাকা। কোম্পানির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ২.৫৮ টাকা। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৮% নগদ লভ্যাংশ এবং ৭% স্টক লভ্যাংশসহ অন্যান্য প্রস্তাব অনুমোদিত হয়। সাধারণ সভায় অন্যান্যের মধ্যে উপ¯ি’ত ছিলেন ভাইস চেয়ারম্যান ইন্জিনিয়ার মো. আহসানুল কবির, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী, ডিরেক্টর গোলাম রব্বানী চৌধুরী, মনজুর কাদির শাফি এলিম,নান্নু কাজি মোহাম্মদ মিয়া, আফজাল রশিদ চৌধুরী, মো. সিরাজুল ইসলাম, আব্দুস্ এস মাজিদ, ড. জাকির হোসেন প্রমুখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন