একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের ২য় বর্ষপূর্তির দিনে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা যুবলীগ। আজ বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর ঐতিহাসিক রেজিস্টারী মাঠ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে যেয়ে শেষ হয়। এর আগে মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী। গণতন্ত্রকে লালন করেই জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে আওয়ামী লীগ। এ জন্য ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন কওে সংগঠনটি। বক্তারা আরও বলেন, বিএনপি জনসমর্থন হারিয়ে হয়ে গেছে দিশেহারা। বিএনপির নেতৃদ্বে একাত্তরের পরাজিত অপশক্তি বাংলাদেশের অগ্রযাত্রা ও গণতান্ত্রিক অভিযাত্রাকে ব্যাহত করার নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের বর্তমান চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে সকল অপশক্তিতে মোকাবেলা করতে প্রস্তুত অতীতের ন্যায় এখনও প্রস্তুত রয়েছে জেলা যুবলীগ। জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদের নেতৃত্বে মিছিলে অংশ নেন বিপুল সংখ্যক নেতাকর্মী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন