শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

যাদের হারালাম

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাসে জর্জরিত একটি বছর ২০২০। পুরো বছরটা কেটেছে অজানা ভাইরাসের আতঙ্কে। প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণে টালমাটাল পুরো বিশ্ব। প্রাণ হারিয়েছেন লাখ লাখ মানুষ। বিশ্ব ক্রীড়াঙ্গন হারিয়েছে তার চিরচেনা রং। স্থগিত হয়েছে বড় বড় ক্রীড়া আসর। না ফেরার দেশে চলে গেছেন অনেক কিংবদন্তিও।

১৭ জানুয়ারি. ভারতীয় সাবেক অলরাউন্ডার বাপু নাদকার্নি, ৮৬ বছর
২৬ জানুয়ারি. যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্ট, ৪১ বছর
১৬ ফেব্রুয়ারি. ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কিংবদন্তি গোলরক্ষক হ্যারি গ্রেগ, ৮৭ বছর
২০ মার্চ. ভারতের কিংবদন্তি ফুটবলার প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায় ওরফে পিকে ব্যানার্জি, ৮৩ বছর
২৬ মার্চ. ফ্রান্সের ৮৪’র ইউরো জেতানো কোচ হিদালগো, ৮৭ বছর
০১ এপ্রিল. ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির জনক টনি লুইস, ৭৮ বছর
০২ এপ্রিল. রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার গোয়ো বেনিতো, ৭৩ বছর
২৪ এপ্রিল. অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার গ্রায়েম ওয়াটসন, ৭৫ বছর
২৫ মে. ভারতের কিংবদন্তি হকি খেলোয়াড় বলবীর সিং, ৯৬ বছর
১৩ জুন. ভারতের প্রবীনতম ক্রিকেটার বসন্ত রাইজি, ১০০ বছর
১৭ জুন. সাবেক স্নুকার তারকা উইলি থ্রোন, ৬৬ বছর
২২ জুন. এসি মিলান কিংবদন্তি ইতালিয়ান ফরোয়ার্ড পিয়েরিনো প্রাতি, ৭৩ বছর
২৭ জুন. পাকিস্তানের সাবেক টেস্ট ক্রিকেটার খালিদ ওয়াজির, ৮৪ বছর
০১ জুলাই. উইন্ডিজ কিংবদন্তি স্যার এভারটন উইকস, ৯৭ বছর
১৭ জুলাই. অস্ট্রেলিয়ান অলিম্পিক স্কেটার একাতেরিনা আলেক্সান্দ্রোভস্কয়া, ২০ বছর
০৯ আগস্ট. রেসলার জেমস কামালা, ৭০ বছর
১৬ আগস্ট. ভারতীয় সাবেক ক্রিকেটার চেতন চৌহান, ৭৩ বছর
১৫ সেপ্টেম্বর. ভারতীয় সাবেক ক্রিকেটার সদাশিব পাতিল, ৮৬ বছর
২৪ সেপ্টেম্বর. অস্ট্রেলিয়ান কিংবদন্তি ও ধারাভাষ্যকার ডিন জোন্স, ৫৯ বছর
১২ অক্টোবর. ভারতের সাবেক ফুটবলার চার্লটন চাপম্যান, ৪৯ বছরে
১৪ অক্টোবর. নিউজিল্যান্ডের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার রিড, ৯২ বছর
২০ অক্টোবর. ফ্রান্সের সাবেক গোলরক্ষক ব্রুনো মার্তিনি, ৫৮ বছর
২৫ নভেম্বর. আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা, ৬০ বছর
২৯ নভেম্বর. সেনেগালের বিশ্বকাপ ‘হিরো’ দিওপ, ৪২ বছর
০৮ ডিসেম্বর. আর্জেন্টিনার সাবেক কোচ আলেহান্দ্রো সাবেয়া, ৬৬ বছর
০৯ ডিসেম্বর. ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি পাওলো রস্সি, ৬৪ বছর
১৪ ডিসেম্বর. লিভারপুলের সাবেক কোচ জেরার্ড হুলিয়ের, ৭৩ বছর
২৫ ডিসেম্বর. ওয়ানডের প্রথম ম্যাচ সেরা ইংল্যালিম ব্যাটসম্যান জন এডরিচ, ৮৩ বছর
২৬ ডিসেম্বর. দক্ষিণ আফ্রিকান ইংলিশ পেসার রবিন জ্যাকম্যান. ৭৫ বছর
২৯ ডিসেম্বর. নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান জন রিড, ৬৪ বছর

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন