রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

একসঙ্গে কাজ করবে সেনাকল্যাণ সংস্থা ও সউদী আল-বাওয়ানি গ্রুপ

প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান ও সউদী আরবের আল-বাওয়ানি গ্রুপের মহাব্যবস্থাপক ফখর আল-সাওয়াফের মধ্যে গত মঙ্গলবার সেনাকল্যাণ সংস্থার প্রধান কার্যালয়ে সউদী আরবে নির্মাণ শিল্পে কাজ করার বিষয়ে গত জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটির বিস্তারিত ব্যাখ্যা প্রতিস্বাক্ষরিত হয়। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সউদী আরব সফরকালে সউদী সেদেশের সরকার বাংলাদেশ থেকে বিভিন্ন শ্রেণীর ৫ লাখ কর্মী নেয়ার আগ্রহ প্রকাশ করে। এরই ফলস্বরূপ গত ৫ জুন ২০১৬ তারিখে নির্মাণ শিল্পে প্রকৌশলী, স্থাপত্যবিদসহ দক্ষ জনশক্তি সরবরাহ বিষয়ে সউদী আরবের আল-বাওয়ানি গ্রুপ ও সেনাকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে নির্মাণ শিল্পে কাজ করার একটি সমঝোতা স্মারক স¦াক্ষরিত হয়। প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. আবুল কালাম আজাদ ও বাওয়ানি গ্রুপের মহাব্যবস্থাপক ফখর আল-সাওয়াফ সমঝোতা স্মারকে সই করেন। আল-বাওয়ানি গ্রুপের মহাব্যবস্থাপক ফখর আল-সাওয়াফ এবং উক্ত প্রতিষ্ঠানের পরামর্শক ক্যালভিন জাংকুইস্ট গত সোমবার বাংলাদেশে আসেন এবং সেনাকল্যাণ সংস্থার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে সমঝোতা স্মারক বিষয়ে দ্বি-পাক্ষিক আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে সউদী আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহও উপস্থিত ছিলেন।
সফররত প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল ও সেনাকল্যাণ সংস্থার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মেজর জেনারেল এস.এম মতিউর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেন। প্রতিনিধি দলটি সেনাবাহিনী ও সেনাকল্যাণ সংস্থার প্রকল্পসমূহ যেমন-সেনাকল্যাণ কনস্ট্রাকশন ও ডেভেলপমেন্ট (এসকেসিডি), ১৭ ই সি বি, জিল্লুর রহমান ফ্লাইওভার ও হাতির ঝিল পরিদর্শন করেন। প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন