শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আবরার হত্যা মামলায় ৪৪ জনের সাক্ষ্য সম্পন্ন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২১, ১২:০৯ এএম

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যা মামলায় ৪৪ জনের সাক্ষ্য নেয়া সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার আরও দু’জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মামলায় মোটা সাক্ষী ৬০জন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত বুয়েট অধ্যাপক আব্দুল আদনান ও চিত্র বিশেষজ্ঞ (সিআইডি) পুলিশ পরিদর্শক আক্তারুজ্জামানের সাক্ষ্য নেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। পরবর্তী সাক্ষ্য ৫ জানুয়ারি।

ফেসবুকে ভারত বিরোধী স্ট্যাটাস দেয়ায় জেরে আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের তৎকালিন নেতৃত্ব। এ ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ মামলা করেন। এতে আসাামি করা হয় ১৯জন। পরে চার্জটিটে আরও ৬ আসামি অন্তর্ভুক্ত করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন