শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

চার্জশিটে দুই আসামির নাম বাদ দেয়ায় প্রতিবাদ সমাবেশ

ধামরাইয়ে সাংবাদিক জুলহাস হত্যা মামলা

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২১, ১২:০১ এএম

ধামরাই প্রেসক্লাবের সহ-সভাপতি ও বিজয় টিভির সাংবাদিক জুলহাস উদ্দিনকে প্রকাশ্যে গলাকেটে হত্যাকান্ডের ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে মামলা থেকে বাদ দেয়ায় ধামরাইয়ে কর্মরত সাংবাদিকরা এক প্রতিবাদ সমাবেশ করেছে।

গতকাল রোববার সকাল ১১টার দিকে ধামরাই প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ধামরাই প্রেসক্লাবের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আমাদের সময় ধামরাই প্রতিনিধি বাবুল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইনকিলাবের আনিস উর রহমান স্বপন, নয়াদিগন্তের নবীন ছৌধুরী, সমকালের মোকলেছুর রহমান, মানব জমিনের আজহারুল ইসলামরাজু, এশিয়ান টিভির মোস্তাফিজুর রহমান বকুল, আমার সংবাদের আবদুল কাদের, সাংবাদিক জুলহাস উদ্দিনের স্ত্রী কবিতা আক্তার, বোন মাজেদা আক্তার প্রমুখ।
এ সময় সাংবাদিকরা, প্রকাশ্যে এ হত্যাকান্ডের বিষয়ে পুণরায় তদন্তের দাবি জানান। নিহত জুলহাসের স্ত্রী কবিতা বলেন, খুনি মামুন ও মালেক ইতোপূর্বেও জুলহাসকে হত্যার উদ্দেশে বেদম মারপিট করেছিল। তারা খুনের সময় ঘটনাস্থলে ছিল। নিহত জুলহাসের বোন মামলার বাদি রিনা আক্তার বলেন, আমি মামলার তদন্তকারি কর্মকর্তাকে বলেছিলাম আমার ভাইয়ের হত্যার সাথে জড়িত মামুন ও মালেকের নাম চার্জশিট থেকে বাদ দিয়েন না। হত্যার মামলা হওয়ার পর মামুন ও মালেক আমাদের কাছে লোকজন পাঠিয়েছিল মোট অংকের টাকা দিয়ে মিমাংসা করার জন্য। বাদ দেয়া আসামিদের পূণঃরায় এজাহারভুক্ত করে চার্জশিট দেওয়ার দাবি করেন।
উল্লেখ, গত ৩ সেপ্টেম্বর বেসরকারি টিভি চ্যানেল বিজয় টিভির ধামরাই প্রতিনিধি ও ধামরাই প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক জুলহাস মানিকগঞ্জ থেকে যাত্রীবাহী বাস যোগে ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া বাস স্ট্যান্ডে নেমে বাড়ি যাওয়ার পথে দুপুর আড়াইটার দিকে বাস স্ট্যান্ডেই গলা কেটে হত্যা করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন