শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ১১৮তম জন্মবার্ষিকী পালিত

ফরিদপুর জেলা সংবাদ দাতা | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২১, ৪:০৭ পিএম

ফরিদপুরে নানা আয়োজনে পল্লীকবি জসীমউদ্দীনের ১১৮ তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। শুক্রবার সকালে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পৈত্রিক বাড়ির আঙিনায় প্রিয় ডালিম গাছের তলে কবির কবরে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন, ফরিদপুর প্রেসক্লাব, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, আনছারউদ্দিন উচ্চ বিদ্যালয়, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। অর্পন শেষে কবির কবর জিয়ারত করা হয়।

পরে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) দিপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ মনিরুজ্জামান, সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, সহযোগী অধ্যাপক রিজভী জামান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আসলাম মোল্যা, সদর উপজেলা নির্বাহী মোঃ মাসুম রেজা, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ। সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

৯০৩ সালের এই দিনে তিনি ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন কবি।
১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে পল্লীকবি ঢাকায় মারা যায়। পরে পৈত্রিক বাড়ির আঙিনায় প্রিয় ডালিম গাছের তলে তাঁকে কবর দেওয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন