যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার কেন্দ্রীয় মরুভূমির পশ্চিমাঞ্চল ওয়াদি আল আজিব মহাসড়কে দেশটির সেনা সদস্যদের পরিবহনকারী বাস লক্ষ্য করে বোমা হামলায় অন্তত ৯ সেনা সদস্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২২ জন। গতকাল রোববার (৩ জানুয়ারি) ওই হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্স।
এর আগে, বুধবার (৩০ ডিসেম্বর) একই রকম হামলায় ২২ সেনা সদস্যের মৃত্যু হয়েছিল।
এদিকে, রোববারের প্রাণঘাতী হামলার সঙ্গে ইসলামিক স্টেস্ট (আইএস) জঙ্গিগোষ্ঠীর যোগসাজশ রয়েছে বলে জানিয়েছে আইএস'র মুখপত্র আমাক নিউজ এজেন্সি।
আমাক জানিয়েছে, আইএস'র হামলায় ৪০ সিরিয় সেনা সদস্যের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও ছয় জন।
অন্যদিকে, সাম্প্রতিক সময়গুলোত সিরিয়ার বাদিয়া অঞ্চলের বিভিন্ন গুহাতে আশ্রয় নিয়ে থাকা আইএস জঙ্গিরা অ্যাম্বুশ এবং হিট অ্যান্ড রান পদ্ধতিতে আক্রমণ চালাচ্ছে। সূত্র : খবর রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন