শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে- নৌ পরিবহন প্রতিমন্ত্রী

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২১, ৬:২০ পিএম

১৯৯৬ সালে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী ভাতা চালু করেছেন। কোন মানুষ গৃহহীন থাকবে না। প্রতিবন্ধী স্কুলটি ঘুরে দাঁড়াবে। পদ্মা সেতুর মধ্য দিয়ে দেশে উন্নয়ন ছড়িয়ে গেছে। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুল অভিভাবক সমাবেশে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এমপি এসব কথা বলেন।


৬ জানুয়ারি, বুধবার দুপুর ২টায় প্রতিবন্ধী ক্যাম্পাসে সাবেক এমপি সেলিনা জাহান লিটার সভাপতিত্বে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে বিকেল ৪টায় ডিগ্রি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি । এসময় গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, জেলা প্রশাসক ডক্টর কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির, আওয়ামীলীগের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল, যুবলীগের সভাপতি পৌর মেয়র আলমগীর সরকার প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন