সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

কালোকে গুলিবর্ষণকারী শ্বেতাঙ্গ খালাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

সন্তানের সামনে এক কৃষ্ণাঙ্গকে পেছন থেকে গুলি করার অভিযোগে অভিযুক্ত শ্বেতাঙ্গ পুলিশ সদস্যকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে উইসকনসিনের প্রসিকিউটররা। মঙ্গলবার তাকে এই অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়। গত ২৩ আগস্ট এক কৃষ্ণাঙ্গকে পেছন থেকে গুলি করেন ওই পুলিশ সদস্য। স্থানীয় এক সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে সেখানে জেকব বেøককে তার সন্তানের সামনেই সাতটি গুলি করেন পুলিশ সদস্য রোস্টেন শাস্কে। রুশতেনের দেয়া তথ্যমতে, জেকবের হাতে সে সময় ছুরি ছিল এবং বেশ কয়েক দফা টিজার শটের পরও তিনি আত্মসমর্পণ করতে অস্বীকার করেন। তাই আত্মরক্ষার্থে গুলি চালান রোস্টেন। তার বিবৃতির ওপর ভর করেই তাকে নির্দোষ বলে রায় দেন কেনোসা রাজ্যের অ্যাটর্নি মিশেল গ্রাভেলি। এর আগে উইসকনসিনের অ্যাটর্নি জেনারেল জশ কোল সাংবাদিকদের জানিয়েছিলেন, জেকব বø্যাক গাড়ির দরজা খোলার সময় পুলিশ কর্মকর্তা রোস্টেন শাস্কে তাকে লক্ষ্য করে সাতবার গুলি করেন। বø্যাকের গাড়ি থেকে একটি ছুরি পাওয়া গেছে। তবে অন্য আর কোনো অস্ত্র পাওয়া যায়নি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন