বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের হার্টে পেসমেকার বসানো হয়েছে। বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রায় দুই ঘণ্টার অস্ত্রোপচারের মাধ্যমে এটি স্থাপন করা হয় বলে জানিয়েছেন মওদুদের একান্ত সহকারী মোমিনুর রহমান সুজন।
তিনি বলেন, “আলহামদুলিল্লাহ! স্যারের হার্টে স্থায়ী পেসমেকার বসানো হয়েছে। বিকাল ৩টায় শুরু হয়ে প্রায় দুই ঘণ্টার এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। স্যারের জ্ঞান আছে। ডাক্তারদের সাথে তিনি কথাও বলেছেন। স্যারকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে।
হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মওদুদের দেহে এই যন্ত্র বসানো হয়। পেসমেকার হল ব্যাটারিচালিত পাতলা হাতঘড়ির মতো একটি জেনারেটর, যা বুকের ত্বকের নিচে অস্ত্রোপচারের মাধ্যমে স্থাপন করা হয়। পেসমেকারের বিশেষ ধরনের তার শিরার মধ্য দিয়ে হৃদযন্ত্রের সঙ্গে যুক্ত থাকে। এই যন্ত্রে তৈরি বার্তা হৃদপিন্ড পৌঁছে হৃদস্পন্দন স্বাভাবিক ও নিয়মিত রাখে।
মওদুদ আহমদের রক্তে হিমোগ্লোবিন কমে গেলে গত ৩০ ডিসেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন