সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তার একান্ত সহকারী মমিনুর রহমান সুজন গতকাল রোববার এ তথ্য জানিয়ে বলেন, সিঙ্গাপুরে দুপুরে কথা হয়েছে। স্যারের শারীরিক অবস্থা একটু উন্নতির দিকে। তবে আইসিইউতেই তার চিকিৎসা চলছে। গত ১ ফেব্রয়ারি উন্নত চিকিৎসার জন্য ব্যারিস্টার মওদুদকে সিঙ্গাপুরে নিয়ে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।
ফুসফুসে পানি জমে অবস্থার অবনতি হলে গত ৯ মার্চ তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তার কিডনির ডায়ালাইসিসও শুরু করা হয়েছে। সাবেক মন্ত্রী মওদুদ আহমেদের স্ত্রী হাসনা মওদুদও রয়েছেন সিঙ্গাপুরে।
রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস, বুকে ব্যথা অনুভব করলে গত ৩০ ডিসেম্বর মওদুদকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে গত ৭ জানুয়ারি তার হৃদযন্ত্রে স্থায়ী পেস মেকার স্থাপন করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন