বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে: | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২১, ১২:০৭ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা পরিষদ কার্যালয়ের বিপরীত পাশে একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রফিকুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম নোয়াখালী জেলার লক্ষীপুর থানার মুমিনুল্লা মিয়ার ছেলে। সে সেফটি ফাস্ট প্রটেকশনে ৫ বছর ধরে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা পরিষদের বিপরীত পাশে অবস্থিত ড্রিম হাউজ নামে সাততলা ভবনের নীচতলার ওই দোকানটিতে অগ্নি নির্বাপন যন্ত্র তৈরিসহ সিএনজিচালিত থ্রি হুইলার ও মোটরগাড়ির গ্যাস সিলিন্ডারে রিফিলিংয়ের কাজ করতেন রফিকুল ইসলাম। দুপুরে কাজ করার সময় গ্যাসের একটি সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান রফিকুল ইসলাম। তার মাথা ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়।

ফতুল্লা থানার ওসি আসলাম জানান, মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপন যন্ত্র বিষ্ফোরণ হয়ে এ ঘটনা ঘটেছে। তবে এ ঘটনার পেছনে আরো কোনো রহস্য আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন