মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

দেশ অপ্রতিরুদ্ধ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে -তথ্য প্রতিমন্ত্রী

সরিষাবাড়ী (জামালপুর)সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২১, ৪:১৫ পিএম

শেখ হাসিনার নেতৃত্বে দেশ অপ্রতিরুদ্ধ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আওয়ামীলীগ সরকার নানামুখী উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে চলেছে। মুজিব শতবর্ষের অঙ্গীকার হিসেবে এদেশে কেউ আর গৃহহীন-ভূমিহীন থাকবে না। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শনিবার সকালে শীতার্তদের মাঝে ৬ শতাধিক শীতবস্ত্র বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, বীর প্রতিক আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারন সম্পাদক সেলিম আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন। অপরদিকে একইদিন দুপুরে ৩০৭.১২ কোটি টাকা ব্যয়ে প্রায় ২৯.৩০ কি.মি. দৈর্ঘ্যরে ভুয়াপুর-তারাকান্দি সড়কের যথাযথ মান ও প্রশস্থতায় উন্নতিকরণ প্রকল্পের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী। এ উপলক্ষে এড. মতিউর রহমান রেল স্টেশন চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অধ্যাপক আব্দুল আহাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সড়ক ও জনপথ জামালপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম, জেলা ট্রাক ও ট্যাংক লড়ি মালিক সমিতির সাধারন সম্পাদক জাকির হোসেন, তারাকান্দি ট্রাক ও ট্যাংক লড়ি মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারন সম্পাদক আশরাফুল আলম মানিক, আনোয়ার হোসেন রাঙ্গা, আব্দুর রহিম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন