বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শুধু সরিষাবাড়ী নয় সারা বাংলা হবে সোনার বাংলা- তথ্য প্রতিমন্ত্রী

সরিষাবাড়ী(জামালপুর)সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১০:০২ পিএম

সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডিক্রীরবন্ধ দারুস সুন্নাহ আলিম মাদরাসায় শুক্রবার বিকেলে চার তলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, সাংগঠনিক সম্পাদক আলহাজ আনিসুর রহমান এলিন, উপজেলা আওয়ামীগের সদস্য আলহাজ মুস্তাফিজুর রহমান মুস্তাক, শ্রমিক লীগ নেতা সামিউল হক,যুবলীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুল ও উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ বিভিন্ন নেতৃবৃন্দ। ডিক্রীরবন্ধ আলিম মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক স্বপনের সভাপতিত্বে উদ্ভোধন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ ডাঃ মুরাদ হাসান এমপি (তথ্য প্রতিমন্ত্রী) বলেন, আমি মন্ত্রী হয়েছি এটা আমার গর্বের কিছুনা, আমি মনে করি সরিষাবাড়ীর প্রতিটি মানুষই মন্ত্রী। মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা তিনি কখনো তার নিজের কথা ভাবেনা, তিনি সর্বদা দেশ ও জাতীর কথা ভাবেন। সেই সাথে আমি বলতে চাই এই সরিষাবাড়ী সহ সারা বাংলা ২০৪১ সালের মধ্যে হবে সোনার বাংলা। সরিষাবাড়ীসহ সারা দেশে কোথাও মাটির রাস্তা থাকবেনা। এমনকি সরিষাবাড়ীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ভবন ছাড়া থাকবেনা। দেশ আজ উন্নতির শিখরে পা রাখতে যাচ্ছে। আমরা প্রতিদ্বন্ধিতা করব বিশে^র উন্নত রাষ্ট্র গুলোর সাথে। ইনশায়াল্লাহ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন