শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিএনপির শাসন আমলে দেশে ক্যাসিনো ব্যবসা শুরু হয়েছিলো, তথ্য প্রতিমন্ত্রী

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৯, ৫:২৯ পিএম

বিএনপির শাসন আমলে দেশে ক্যাসিনো ব্যবসা শুরু হয়েছিলো বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো: মুরাদ হাসান।

শনিবার দুপুরে আশুলিয়ার কবিরপুর এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তথ্য প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান এসময় আরও বলেন, দেশে ক্যাসিনো ব্যবসা শুরু করেছে জিয়াউর রহমান।

জাতির পিতা শেখ মুজিবুর রহমানের খুনের মূল পরিকল্পনাকারী মদতদাতা জিয়াউর রহমান রাষ্ট্রপতি, সামরিক শাসক, হ্যাঁ-না ভোটে রাষ্ট্রপতি, তিনবাহিনীর প্রধানসহ সকল ক্ষমতা ব্যবহার করে ক্যান্টনমেন্টে বসে বসে মদের আর বারের লাইসেন্স দিয়েছে।

ক্যাসিনোর ব্যবসা ও জুয়ার ব্যবসা শুরু করেছে কারা, মির্জা আব্বাস থেকে শুরু করে বেগম জিয়ার ছেলে তারেক রহমান। আজকে ক্যাসিনোর ব্যবসার সাথে জড়িত লোকমান, খালেদ, জিকে শামিম। এই প্রডোক্টগুলো কাদের প্রশ্ন রেখে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ জানে, দেখে।

বিএনপি স্বপ্ন ভঙ্গ হতাশা দেউলিয়া রাজনৈতিক নামক একটি দল দেশ বিরোধী পাকিস্থানী প্রেতাত্মা। এদের কথা দেশের মানুষ বিশ্বাস করে না।
এসময় মন্ত্রীর সাথে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন