শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবনা এদেশের মাটি ও মানুষ নিয়ে- তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান

সরিষাবাড়ী(জামালপুর)সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৯, ৬:৫৯ পিএম

বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সাহসী কন্যা তিন তিনবারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সারাদিনের ভাবনা বাংলার মাটি ও মানুষ নিয়ে। তিনি বাংলাদেশের ১৭ কোটি মানুষের সহযোগিতায় দেশকে এগিয়ে নিয়ে বিশে^ মানচিত্রে ঠায় করে নিতে সক্ষম হয়েছেন। আর বেশী দিন নয়, খুব অল্প সময়ে এদেশ বিশে^র ১ম সারিতে স্থান করে নিবে। শনিবার বিকেলে সরিষাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ মাঠ প্রাঙ্গনে তথ্য অফিস জামালপুর ও সরিষাবাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত উন্নত রাষ্ট্র গঠন ও জাতি গঠনে মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধ শীর্ষক অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন। তিনি আরো বলেন, জননেত্রী শেখ জাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তো যাচ্ছেই, এদেশের মানুষ আজ কত উন্নত হয়েছে সেটা এখনো যারা বেচেঁ আছেন যাদের বয়স ৮০ এর উপর তাদের জিজ্ঞেসা করে দেখুন। ২০৪১ সালের পর দেখবেন বাংলাদেশ আর বাংরাদেশ নেই্ এদেশের অবস্থান মালয়েশিয়া চীন যাপান ছাড়িয়ে গেছে। জামালপুর জেলা প্রশাসক আহম্মেদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামালপুরের নব নিযুক্ত পুলিশ সুপার, জেলা তথ্য অফিসার, সরিষাবাড়ী উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, পৌর মেয়র রুকনুজ্জামান, সহকারী কমিশনার ভুমি কামরুনানাহার, সরিষাবাড়ী উপজেলা বিআরডিবির চেয়ারম্যান কামাল হোসেন পাঠান, এমপির প্রতিনিধি সাখাওয়াতুল আলম মুকুল সহ উপজেলার বিভিন্ন অফিসের অফিসারগন, উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, মসজিদের ইমাম এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বাল্য বিয়ে প্রতিরোধ কল্পে বিশেষ নাটক ”ফুল কলির মৃত্যু” পরিবেশনও করা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন