করোনাকালীন সময়ে অসংখ্য বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, বেকার বেড়ে এখন প্রায় দেড়গুণ হয়ে গেছ। দেশে দরিদ্র মানুষের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। এই কঠিন সময়ে যদি সরকারি পাটকল ও চিনি কল বন্ধ করে দেওয়া হয়, তাহলে বেকার এবং দরিদ্র জনসংখ্যার হার আরো বৃদ্ধি পাবে। ফলে দেশে নৈরাজ্য সৃষ্টি হতে পারে। যখন মানুষ কর্মহীন হয়ে পড়ে এবং তখন চরম অভাবের তাড়নায় তারা অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতে বাধ্য হয়। তাই সরকারের প্রতি আবেদন, চিনি কল ও পাটকলসহ সরকারি কোনো মিল-কারখানা বন্ধ না করে বরং আধুনিকায়নের মাধ্যমে আরো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করুন।
শাবলু শাহাবউদ্দিন
শিক্ষার্থী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন