রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

কাল অনুশীলন শুরু করবে টাইগাররা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২১, ৮:০৮ পিএম

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে আগাামীকাল (রবিবার) আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। দ্বিতীয়বার কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ ফল আসা খেলোয়াড়রাই কেবল মাঠে নামার সুযোগ পাবে। প্রথম ধাপের পরীক্ষায় সবার ফলই নেগেটিভ এসেছে।

করোনা পরীক্ষার ফলের ওপর নির্ভর করে রোববারই জৈব সুরক্ষা সৃষ্টি করা হোটেল সোনারগাঁওয়ে প্রবেশ করবেন তারা। সিরিজের জন্য ডাক পাওয়া খেলোয়াড়দের সকাল দশটায় শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া সূচি অনুযায়ী খেলোয়াড়রা চার দিন শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবেন। এরপর আগামী ১৪ ও ১৬ জানুয়ারি নিজেদের মধ্যে দুটি অনুশীলন ম্যাচ খেলবে টাইগাররা। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, ১৬ জানুয়ারি দ্বিতীয় অনুশীলন ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে টাইগাররা।

তিনি বলেন, ‘১৬ জানুয়ারি দ্বিতীয় অনুশীলন ম্যাচ শেষে চূড়ান্ত দল ঘোষণা করা হতে পারে।’

আগামীকালই ক্যারিবিয় দল ঢাকায় পৌঁছাবে। তবে ১৪ জানুয়ারি অনুশীলন শুরুর আগে তাদেরকে তিন দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। সফরকারী দলটি বিকেএসপিতে ১৮ জানুয়ারি নিজেদের মধ্যে একটি অনুশীলন ম্যাচ খেলবে। সিরিজকে সামনে রেখে হেড কোচ রাসেল ডোমিঙ্গোসহ বাংলাদেশ দলের সকল কোচ ইতোমধ্যেই ঢাকা পৌঁছেছেন। তবে এ সিরিজে পাওয়া যাচ্ছে না স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরিকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন