সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এই ‘ড্র’ মানতে পারছেন না পেইন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২১, ৬:২০ পিএম

৪০৭ রানের বিশাল টার্গেট। হাতে প্রায় ১২০ এর বেশি ওভার। এই অবস্থায় যেভাবে প্রত্যয়ের সাথে ভারত ম্যাচটিকে ড্র করেছে। তা সত্যিই প্রশংসাযোগ্য। কিন্তু নিজেদের পক্ষে এই ম্যাচটিকে এভাবে ফসকে যেতে দেখে অত্যন্তক্ষুব্ধ অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। এমনকি, নিজেও ফেলেছেন হনুমা বিহারীর ক্যাচ। সব মিলিয়ে এই টেস্ট ম্যাচ ভুলতে চাইবেন পেইন, তা বলাই যায়।

এই ড্র একেবারেই মেনে নিতে পারছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক। ম্যাচ শেষে পেইন বলেছেন এই ড্র সহ্য করা খুবই কঠিন। যদিও বোলারদের প্রশংসা করেছেন অজি অধিনায়ক, ‘আমার মনে হয়েছে আমরা বেশ কিছু সুযোগ তৈরি করেছিলাম ম্যাচ জেতার জন্য, এটা খুবই কঠিন একটি ড্র আমাদের পক্ষে সহ্য করার। আমাদের বোলাররা দারুণ খেলেছে। লায়ন ভালো বল করেছেন। শুধু আমরা ক্যাচগুলি ধরতে পারিনি।’

যদিও চতুর্থ টেস্টের জন্য মুখিয়ে রয়েছেন পেইন। গত দুই ম্যাচের মত এই ম্যাচে ব্যাটে ব্যর্থ হয়নি অস্ট্রেলিয়া, ‘ব্রিসবেনের জন্য মুখিয়ে আছি। আমরা গত দুটি টেস্টে নিজেদের সেরাটা দিতে পারিনি, কিন্তু আমরা এই টেস্টে ব্যাট হাতে ভালো খেলেছি। আমাদের পক্ষে বেশ কিছু পজিটিভ এসেছে, আমাদের বোলাররা প্রচুর সুযোগ তৈরি করেছিল। আজ একটি প্রত্যয়ী প্রয়াস পেয়েছি আমাদের ছেলেদের থেকে, শুধু কিছু জিনিস আমাদের পক্ষে যায়নি।’

এদিকে নবাগত দুই ক্রিকেটার উইল পুকোভস্কি এবং ক্যামেরন গ্রিনের প্রশংসা করেছেন পেইন। এই নিয়ে তিনি বলেছেন, ‘আমার মনে হয় দলে দুটি তরুণ ছেলে (পুকোভস্কি এবং গ্রিন) টেস্ট ক্রিকেট খেলছে। এটি খুবই বড় ব্যাপার আর ওরা খুবই ভালো খেলেছে। আমার মনে হয়েছে গতকাল (পরশু) গ্রিন দারুণ খেলেছেন।’

প্রথম ইনিংসে স্টিভ স্মিথের দুরন্ত শতরানে ভর করে অস্ট্রেলিয়া ৩৩৮ রান তোলে। জবাবে শুভমন গিল এবং চেতেশ্বর পুজারার অর্ধশতরানে কোনওরকমে ২৪৪ রান অবধি করতে পারে ভারত। এরপর ৩১২/৬ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। চতুর্থ ইনিংসে ৪০৭ রান তাড়া করতে গিয়ে পঞ্চম দিনে দুর্দান্ত ব্যাট করে সফরকারিরা। শেষ পর্যন্ত ৩৩৪/৫ স্কোরে তারা খেলা শেষ করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন