জামালপুরের সরিষাবাড়ীতে বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,বুধবার সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের চর বড়বাড়ীয়া গ্রামের খোকন মিয়ার ছেলে আকাশ (১৪) ও পাশাপাশি বাড়ীর মোজাম্মেল ফকিরে ছেলে সাইদুল হাসান (২২) দুই চাচা ভাতিজা মোটর সাইকেল নিয়ে দিগপাইত যাইতেছিল। পথিমধ্যে বাউসি পপুলার ব্রীজের ১০০ গজ দক্ষিনে সরিষাবাড়ী থেকে নারায়নগঞ্জ গামী একটি বাসের সাথে ক্রস করতে গিয়ে দুর্ঘটনার শিকার হলে সাথে সাথে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। নিকটস্থ পুলিশ ও ফায়ার সার্ভিস সাথে সাথে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে সরিষাবাড়ী থানায় নিয়ে আসে। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু মো.ফজলুল করিম জানান, আমার পুলিশ সদস্য খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে ও ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। তবে অভিযোগ পেলে ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে। এ দিকে চর বড় বাড়ীয়া গ্রামের পাশাপাশি বাড়ীর দুই যুবক নিহতের ঘটনাটি ট্রাক না বাসের সাথে হয়েছে এ নিয়ে কানাঘোষা চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন