শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নাচোলে ভিক্ষুক থাকবে না- জেলা প্রশাসক

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২১, ৩:১৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভিক্ষুক থাকবে না বললেন জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ।

১৫ জানুয়ারী শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নাচোল উপজেলা পরিষদ চত্বরে সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরনের সময় তিনি এ কথা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে পর্যায়ক্রমে কেউ গৃহহীন থাকবে না সেই সাথে ভিক্ষুক রবে না। ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য সারা দেশের ন্যায় নাচোলেও পর্যায়ক্রমে ভিক্ষুকদের তালিকা করে সরকারের বিভিন্ন সহযোগিতা প্রদান করা হচ্ছে।
তিনি আরো বলেন ভিক্ষুকদের তালিকা মোতাবেক ছাগল প্রদান করা হচ্ছে সে পরিবারগুলো মনিটরিং রাখতে হবে।

নাচোল উপজেলা সমাজসেবা অফিসার আল-গালিব জানান, নাচোল ইউনিয়নের তালিকাভুক্ত ১০ জন ভিক্ষুকের মধ্যে ৬ জনের প্রত্যেককে ২টি করে মোট ১২টি ছাগল প্রদান করা হয়েছে। বাকি ৪জনকে পরবর্তীতে দেওয়া হবে।

ছাগল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মনজুরুল হাফিজ ভিক্ষুকদের মাঝে ছাগলগুলো প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ, মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন