শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

তৃতীয় ওয়ানডেতে পরিবর্তনের ইঙ্গিত

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে দিয়েই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তাও আবার এক ম্যাচ হাতে রেখে! তাতে ক্যারিবিয়ানদের বিপক্ষে পঞ্চমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে লাল-সবুজ জার্সিধারীরা। গতকাল মিরপুরে সিরিজ নিশ্চিত হয়ে যাওয়াতে চট্টগ্রামের শেষ ওয়ানডেটি এখন নিছক নিয়ম রক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। এমন ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।
১৮ জনের স্কোয়াডে শরিফুল ইসলাম, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন ও সাইফউদ্দিন থাকলেও প্রথম দুই ম্যাচের একাদশে তাদের কেউই ছিলেন না।পুরস্কার বিতরণী মঞ্চে তেমনটাই জানিয়েছেন তামিম, ‘প্রত্যেকেরই খেলার সুযোগ পাওয়া উচিত। আগের দুই ম্যাচে যারা খেলার সুযোগ পাননি, তারা সকলেই ভালো করতে সক্ষম। আমি নিশ্চিত যে, তৃতীয় ওয়ানডেতে আমাদের কিছু পরিবর্তন হবে। আশা করি, যারা সুযোগ পাবে, তারাও নিজেদের সামর্থ্য প্রমাণ করবে।’
করোনার কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন মুশফিক-তামিমরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই সেই খরা কেটেছে। তবে এতদিন খেলার বাইরে থেকে প্রতিপক্ষকে একেবারে উড়িয়ে দিয়ে সিরিজ জেতার পেছনে ড্রেসিংরুমেরক্ষুধার্ত মনোভাবকেই আসল কারণ হিসেবে দাবি করলেন তামিম, ‘ড্রেসিংরুমে সবাই এমন কিছু করতেক্ষুধার্ত ছিল। সবাই ভালো করতে মুখিয়ে ছিল। তাসকিন, সাইফউদ্দিনের মতো খেলোয়াড়রা একাদশে জায়গা পায়নি। এখন সার্বিকভাবে দলের মধ্যে একটি স্বাস্থ্যকর প্রতিযোগিতা চলছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন