হযরত মাওলানা শাহ্সূফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর ১১৫তম ওরস আজ রোববার মাইজভান্ডারে গাউসিয়া হক মনজিলে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হবে। বাদ ফজর গিলাফ চড়ানোর মাধ্যমে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হবে। রাত ১০টায় কেন্দ্রিয় মিলাদ মাহ্ফিল ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন আল্লামা শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী। ওরস সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান এন্তেজামেয়া কমিটির সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী।
শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে-জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান, ফটিকছড়ি উপজেলার রেজিস্টার্ড এতিমখানাসমূহে একবেলা খাবার সরবরাহ, করোনায় দেশের বিভিন্ন জেলার সহস্রাধিক পরিবারকে চলমান সহায়তা প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে ১০৫টি পরিবারের মাঝে ‘দুর্যোগ প্রশমন সহায়তা’ প্রদান এবং ‘সবার জন্য শিক্ষা প্রকল্প’র দ্বিতীয় পর্যায়ে দেশের বিভিন্ন অঞ্চলের ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে ৫০ লাখ টাকা সহায়তা প্রদান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন