শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

তালিকার চতুর্থ স্থানে বাংলাদেশ প্রথম স্বর্ণ ভারতের

প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সাউথ এশিয়ান (এসএ) গেমসের ১২তম আসরে প্রথম স্বর্ণপদক জিতলেন স্বাগতিক ভারতের মহিলা সাইক্লিষ্ট বিদ্ধিয়ালক্ষী তুুরাঙ্গবাম। গতকাল গৌহাটির চাকানিবাড়ী ৩৭ ন্যাশনাল হাইওয়েতে মহিলা বিভাগের রোড রেস সাইক্লিংয়ে ৩০ কি.মি. ইভেন্টে তিনি এই পদক জিতেন। বিদ্ধিয়ালক্ষী সময় নেন ৪৯.২৪ সেকেন্ড।
এই ইভেন্টের রৌপ্যপদকও ভারতের দখলে যায়। স্বাগতিক দলের চাওয়াবা দেবী পান রৌপ্য এবং ব্রোঞ্জপদক জয় করেন পাকিস্তানের সাবিহা বিবি। গেমসে মেয়েদের সাইক্লিংয়ের এই ইভেন্টে বাংলাদেশের সুবর্ণা বার্মা ও চিঙ্গবি মার্মা অংশ নিয়েছিলেন। তবে তারা সাফল্য পাননি। সুবর্ণা হয়েছেন পঞ্চম এবং চিঙ্গবি পান নবমস্থান। সুবর্ণার সময় খরচ হয় ৫২.২১ সেকেন্ড এবং চিঙ্গবি সময় নেন ৫৬.২৮ সেকেন্ড।
গেমসের দ্বিতীয় দিন শেষে একটি রৌপ্যসহ ৮টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকার চতুর্থ স্থানে আছে বাংলাদেশ। ১৪টি স্বর্ণ, ৫টি রৌপ্যসহ ১৯টি পদক নিয়ে তালিকার শীর্ষে ভারত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন