শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিনামূল্যে মানসম্পন্ন করোনা টিকা নিশ্চিত করতে হবে

খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের আক্রমন রোধে বাংলাদেশের সকল নাগরিকদের জন্য বিনামূল্যে মানসম্পন্ন করোনা টিকা নিশ্চিতের আহবান জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। গতকাল সোমবার এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বিশ্বের অনেক দেশ তাদের সকল নাগরিকদের বিনামূল্যে করোনার টিকা প্রদানের উদ্যোগ নিয়েছে। টিকা বাণিজ্য রোধে সবাইকে বিনামূল্যে টিকা দিতে হবে। নির্ভরযোগ্য উৎস থেকে করোনা টিকা সংগ্রহ করতে হবে। তারা বলেন, ভারত থেকে আমদানীকৃত করোনাভাইরাসের টিকা নিয়ে জনমনে প্রচন্ড অনাস্থা ও সন্দেহ রয়েছে। ভারতের প্রধানমন্ত্রীও এই টিকা গ্রহণ করেননি। আর করোনাভাইরাসের টিকা নিয়ে শুধু একটি দেশের উপর নির্ভরশীলতা কেন? আবার তাও অনেক বেশী দামে ক্রয় করা হচ্ছে। এ ক্ষেত্রে মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম্য লক্ষ্য করা যাচ্ছে। নেতৃদ্বয় বলেন, করোনা টিকা নিয়ে ভুয়া করোনা টেস্ট, অকার্যকর মাস্কসহ পিপিইর মত দুর্নীতি ও জালিয়াতি কোনভাবেই সহ্য করা হবে না। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলতে দেয়া যায় না। করোনাভাইরাসের টিকা নিয়ে জনমনের অনাস্থা ও সন্দেহ দূর করতে প্রধানমন্ত্রীসহ সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শুরুতেই প্রকাশ্যে করোনা টিকা গ্রহণ করা উচিত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন