শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

জাপানিজ শিকউই টেকনোলোজির এ্যান্টি-ভাইরাল পেইন্ট নিয়ে এলো কানসাই নেরোল্যাক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২১, ১২:৪৩ পিএম

কানসাই নেরোল্যাক নিয়ে এলো জাপানিজ শিকউই টেকনোলোজির এ্যান্টি-ভাইরাল পেইন্ট এক্সেল ভাইরাস গার্ড যা দেয়ালের জীবাণু প্রতিরোধ করে এবং পরিবারের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে। জাপান ইন্ডাস্ট্রিয়াল স্টার্ন্ডাড (ঔওঝ) জেড ২৮০১ : ২০১০ পরীক্ষা অনুযায়ী এটি ১০ ধরনের ব্যাকটেরিয়া বিরুদ্ধে কার্যকর। এটি বায়ু বিশুদ্ধকরণ ক্ষমতাসম্পন্ন যা কার্বন-ডাই-অক্সাইড শোষণের মাধ্যমে বিষাক্ত পদার্থ অপসারণ করে অভ্যন্তরীণ বায়ুর মানের উন্নতি করে। এটি দেয়ালে মসৃণ ফিনিশ দেয়। এই পণ্যের উদ্বোধনি অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত ছিলেন কানসাই নেরোল্যাক পেইন্টস্ (বাংলাদেশ) লিমিটেড এর জেনারেল ম্যানেজার - ট্রেড সেলস্ শামীম আহমদ চৌধুরী এবং আলফ্ আসরার মুহাম্মদ আরসালান ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন