শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

আজ ইনকিলাবের প্রতিপক্ষ ফিনান্সিয়াল এক্সপ্রেস

প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দীর্ঘ ৬ বছর পর আবার শুরু হলো ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। নিজেদের প্রথম ম্যাচে আজ দৈনিক ইনকিলাব খেলবে ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিপক্ষে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির ব্যবস্থাপনা ও ওয়ালটন গ্রæপের পৃষ্ঠপোষকতায় গতকাল উদ্বোধনী দিনে জয় পেয়েছে রেডিও টুডে, যমুনা টিভি, সমকাল, দৈনিক জনকণ্ঠ, বাসস, জিটিভি ও আরটিভি। এছাড়া এটিএন নিউজ ও বিডিনিউজ২৪ ওয়াক ওভার লাভ করে। এর আগে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রæপের স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার বিভাগীয় প্রধান এফ এম ইকবাল-বিন আনোয়ার ডন। ডিআরইউ সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহমেদের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন ডিআরইউ’র অর্থ সম্পাদক কামরুজ্জামান কাজল, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, দপ্তর সম্পাদক মেহদী আজাদ মাসুম, কল্যাণ সম্পাদক মোহাম্মদ জিলানী মিলটন ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আমিনুল হক মল্লিক, কাজী শহীদ ও সাহাব উদ্দীন সাহাব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন