স্পোর্টস ডেস্ক : রিও অলিম্পিকে অন্য আর সব অ্যাথলেটদের ভিড়ে আলো কেড়েছিলেন শরণার্থী অলিম্পিক দলের ক্রীড়াবিদরা। যাদের একজনের গলায়ও উঠেছে গর্বের অলিম্পিক পদক। সেই ধারাবাহিকতায় আগামী মাসে রিওতে অনুষ্ঠিতব্য প্যারা অলিম্পিক গেমসেও থাকছে শরণার্থী দল। যেকোনে একজন সিরিয়ান সাঁতারু ও একজন ইরানিয়ান ডিসকাস থ্রোয়ার অংশ নিতে যাচ্ছেন। নিজ নিজ দেশ থেকে পালিয়ে গিয়ে এই দু’জন সীমান্তের কাছে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন। ২৭ বছর বয়সী ইব্রাহিম আল হুসেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সংগঠিত একটি রকেট হামলায় পা হারিয়েছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন