ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রথম টিকা নিয়েছেন হাসপাতালের নাক কান ও গলা বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শেখ নুরুল ফাত্তাহ রুমি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার টিকা নেওয়ার মধ্য দিয়ে হাসপাতালটিতে টিকা কার্যক্রমের সূচনা হয়।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ সংলগ্ন আন্ডারগ্রাউন্ডে তৈরি করা চারটি বুথে চলছে টিকাদান কর্মসূচি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানিয়েছেন, মোট চারটি বুথে করোনা টিকা দেওয়া হচ্ছে। বিকাল পর্যন্ত ১০০ থেকে ১২০ জনকে টিকা দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে।
এর আগে গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে করোনা টিকা কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঁচজনকে টিকা দেওয়া হয়। প্রথম টিকা নেন কুর্মিটোলা হাসপাতালের নার্স রুনু বেরুনিকা কস্তা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন