শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

প্রাঙ্গণেমোর-এর নজরুলের নাটক দ্রোহ প্রেম নারী

প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে ৩১ আগস্ট সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে প্রাঙ্গণেমোর-এর নাটক ‘দ্রোহ প্রেম নারী’। কাজী নজরুল ইসলামের ‘আলেয়া’ গীতিনাট্য অবলম্বনে ‘দ্রোহ প্রেম নারী’ নাটকটি নির্দেশনা দিয়েছেন রামিজ রাজু। নাটকটিতে অভিনয় করেছেন- অনন্ত হিরা, নূনা আফরোজ, সরোয়ার সৈকত, শুভেচ্ছা, অনিন্দ্র কিশোর, ইষ্টের সুমী, নিজাম লিটন, রিগ্যান রতœ, মনির, বাধন, সীমান্ত, বিপ্লব, লিটু, সুজন, আশা, উষা, সুজয়। ১৯২৯ সালের জুন-জুলাই সংখ্যা ‘কল্লোল’ পত্রিকার সাহিত্য বিভাগে খবর প্রকাশিত হয়, ‘নজরুল মরুতৃষা নামে একটি অপেরা লিখেছেন। সম্প্রতি তার নাম বদলে রাখা হয়েছে আলেয়া। গীতিনাট্যখানী সম্ভবত : মনোমোহনে অভিনীত হবে।’ কিন্তু শেষ পর্যন্ত নাটকটি মঞ্চস্থ হয় কলকাতার নাট্যনিকেতনে ১৯৩১ সালের ১৯ ডিসেম্বর এবং তা বিপুল জনপ্রিয়তা অর্জন করে। এই ধুলির ধরায় প্রেম ভালোবাসাÑ আলেয়া’র আলো। সিক্ত হৃদয়ের জলাভ‚মিতে এর জন্ম। ভ্রান্ত- পথিককে পথ থেকে পথান্তরে নিয়ে যাওয়াই এর ধর্ম। দুখি মানব এরই লেলিহান শিখায় পতঙ্গের মত ঝাঁপিয়ে পড়ে। তিনটি পুরুষ তিনটি নারীÑ চিরকালের নর-নারীর প্রতীকÑএই আগুনে দগ¦ হল, তাই নিয়ে এই নাট্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন