বিনোদন ডেস্ক : ঈদুল আজহা উপলক্ষে ‘তোর লাগি রে’ শিরোনামের ৮ম একক অ্যালবাম নিয়ে আসছেন হালের জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ এ সুমন। ৯টি গান দিয়ে সাজানো হয়েছে এবারের অ্যালবামটি। সবগুলো গানের সুর এবং সংগীতায়োজন করেছেন এফ এ সুমন নিজে। অ্যালবাম প্রসঙ্গে এফ এ সুমন জানান, গতবছর এবং এ বছর ঈদ মিলিয়ে বেশ কিছু খÐ অ্যালবাম বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অ্যালবাম আকারে প্রকাশিত হয়েছে। এসব কারণে নিজের পূর্ণ একক অ্যালবাম প্রকাশ করতে পারিনি। শ্রোতাদের বিশেষ আগ্রহের কারণে আমার এই অ্যালবামটি প্রকাশিত হচ্ছে। আমি আমার মতো করেই শ্রোতাদের জন্য অ্যালবাম তৈরি করি। আশা করছি এবারের অ্যালবামটিও সবার ভালো লাগবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন