শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আনিতা ও জেবেতের বিশ্বরেকর্ড

প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : নিজের গড়া রেকর্ড ভেঙে রিও অলিম্পিকে ক’দিন আগেই হ্যামার থ্রোতে স্বর্ণ জিতেছিলেন পোল্যান্ডের আনিতা ভ্রদারচিকা। নিজের সেই বিশ্ব রেকর্ড আবার ভেঙে আরো উচ্চতায় উঠলেন অনিতা। রিওতে ছুড়েছিলেন ৮২.২৯ মিটার দুরত্বে, পরশু ওয়ারসে কামিলা স্কোলিমোভস্কাতে ছোড়েন ৮২.৯৮ মিটার। ইতিহাসের একমাত্র নারী হিসেবে ৮০ মিটারের বেশি দূরত্বে হাতুড়ি ছুড়েছেন অনিতা। এই কাজ তিনি করেছেন ১১ বার।
ওদিকে প্যারিস ডায়মন্ড লিগে আগের দিন মেয়েদের ৩ হাজার মিটার স্টিপলচেইজে বিশ্ব রেকর্ড গড়েন রিওতে স্বর্ণজয়ী রুথ জেবেত। ৮ মিনিট ৫২.৭৮ সেকেন্ডে দৌড় শেষ করেন ১৯ বছর বয়সী কেনিয়ান। আগের রেকর্ডটি ছিল ৮ মিনিট ৫৮.৮১ সেকেন্ড সময় নিয়ে বেইজংয়ে স্বর্ণজেতা রাশিয়ার গুলনারা গালকিনার দখলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন