বিশেষ সংবাদদাতা : তাসকিনকে নিয়ে যতোটা লেগেছিল বিসিবি’র কোচিং স্টাফ,অতোটা সময় আরাফাত সানিকে দিতে পারেননি তারা। টি-২০ বিশ্বকাপে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে গত ১৯ মার্চ একসঙ্গে নিষিদ্ধ হওয়া এই দুই বোলারের মধ্যে তাসকিনকে হারানোয় বিলাপটাই বেশি করেছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে বেঙ্গালুরুতে সুপার টেন এর ম্যাচকে সামনে রেখে তাসকিনের এই দুঃসংবাদে কেঁদেছেন অধিনায়ক মাশরাফি পর্যন্ত। তাকে দ্রæত আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে আনতে বিসিবি’র তাগিদ ছিল যতোটা, তাসকিনের নিজের চেষ্টারও কমতি ছিল না। পেস বোলিং কোচ হিথ স্ট্রিক নেই, তাতেও ছিলেন না বসে। বিসিবি’র বোলিং কোচ মাহাবুব আলী জ্যাকির পরামর্শে অ্যাকশন সংশোধনের কাজ শুরু করেছেন তাসকিন। নিজের বাসায় পর্যন্ত বোলিং অ্যাকশনের ত্রæটি সারানোর চেষ্টা ছিল তার। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে আবাহনীর হয়ে খেলেছেন সব ম্যাচ। বিসিবি’র বোলিং অ্যাকশন রিভিউ কমিটির পরীক্ষায়ও সন্তোষজনক মার্ক পেয়েছেন। সেখানে শেখ জামাল ধানমন্ডী ক্লাবের হয়ে প্রিমিয়ার ডিভিশনে বাঁ হাতি স্পিনার আরাফাত সানি খেলেছেন মাত্র ৪ ম্যাচ! টি-২০ বিশ্বকাপ শেষে কাঁধের টিউমার অপারেশন করাতে হয়েছে। নানা কারণে বোলিং রিভিউ কমিটির সন্তুষ্টি পেতে লেগেছে সময়। গত ২১ আগস্ট বাবা’র মৃত্যু আরো একটি বড় ধাক্কা দিয়েছে আরাফাত সানিকে। তবে ধাক্কা সামাল দিয়ে তাসকিনের সঙ্গে আগামী ৮ সেপ্টেম্বর ব্রিসবেন স্পোর্টস সেন্টারের ল্যাবরেটরিতে বায়ো মেকানিক্স পরীক্ষায় অবতীর্ণ হচ্ছেন, বিসিবি’র পক্ষ থেকে এই সবুজ সংকেতই পেয়েছেন আরাফাত সানি।
বাংলাদেশের হোম কন্ডিশনে এই বর্ষায় স্পিনটা ধরে ভাল, আফগানিস্তান এবং ইংল্যান্ডকে উপর্যুপরি ২ ওয়ানডে সিরিজে পর্যুদস্ত করতে স্পিন ডিপার্টমেন্টের দিকে তাকিয়ে হাতুরুসিংহে। নিজেও সেই উপলব্ধিটা করছেন আরাফাত সানি। ২০১৪ সালে অনুষ্ঠিত এশিয়া কাপে ফতুল্লায় আফগানিস্তানের কাছে বাংলাদেশের হেরে যাওয়া ম্যাচেও কিন্তু দারুণ বল করেছেন আরাফাত সানি (২/৪৪)। আফগানিস্তান ব্যাটসম্যানদের স্পিনের বিপক্ষে খেলার দুর্বলতাটা জেনে গেছেন সেদিন। সে কারণেই বাবা’র মৃত্যুশোক কাটিয়ে অ্যাকশন শোধরানোর চেষ্টায় নিবিড় অনুশীলনে মগ্ন এখন আরাফাত সানি। বাবা হারানোর কষ্টটা বুকে চেপে কঠিন পরিশ্রমে নিজেকে মগ্ন রাখা ছাড়া উপায় নেই বলে মনে করছেন এই বাঁ হাতি স্পিনারÑ ‘যে যাওয়ার সে তো যাবে। এটাই প্রকৃতির নিয়ম। এ নিয়ে মন খারাপ ছিল। তবে আমার কাজ তো আমাকে করতে হবে। আমার সামনে অ্যাকশনের পরীক্ষা আছে। সেটাতেই ফোকাস করছি। যেহেতু একটা সমস্যা হয়েছে, তাই ওভারকাম করতে অনুশীলন করছি, ড্রিল করছি। এখন টোটাল ফোকাস আমার নিজেকে নিয়ে। তাসকিনের সঙ্গে একসঙ্গে যাবো।’
ডেলিভারীর সময় হাতের কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকে যাওয়ার কারণটা নিজেই উদ্ঘাটন করেছেন আরাফাত সানিÑ ‘সমস্যা ছিল আমার ল্যান্ডিং নিয়ে। ল্যান্ডিংটা স্ট্রেইট হত। এখন ল্যান্ডি সেখানে প্যারালাল হচ্ছে। ওটা যদি ঠিকমতো করতে পারি তাহলে আমার বোলিং অ্যাকশন আগের মতো ঠিক হয়ে যাবে। আর আমার বিশ্বাস আছে, আমি কামব্যাক করবো।’ বিসিবি’র দুই কম্পিউটার এনালিস্টের কাছ থেকে জেনেছেন নিজের ভুল, ত্রæটিÑ ‘আমার বোলিং ভিডিও বিশ্লেষণ হয়েছে। যারা করেছেন ওরা আমাকে পরামর্শ দিয়েছেন। যেমন নাসু ভাই, সালাউদ্দিন ভাই আমাদের পরামর্শ দিয়েছেন। এখানে যে পরীক্ষা দিয়েছি ওনাদের কথায় আমি আত্মবিশ্বাসী হয়েছি। আমার অ্যাকশন আগের থেকে অনেক ভালো হয়েছে। স্কিল অনুশীলনে কোচও দেখে বলেছেন যে অনেক বেটার হচ্ছে অ্যাকশন।’
গত ঈদ-উল-ফিতরের পর থেকে স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগে বাংলাদেশে আসেননি। বিসিবি’র সঙ্গে যোগাযোগ না করায় চাকরি থেকে বরখাস্ত হয়েছেন ওই শ্রীলংকান। তবে কালপাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে তার পরামর্শে শুধরে ফেলেছেন অ্যাকশন, তা জানিয়েছেন আরাফাত সানি। ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরকে সামনে রেখে তাসকিন, আরাফাত সানিকে আইসিসি নির্দেশিত ল্যাবরেটরিতে পুনরায় বায়ো মেকানিক্স পরীক্ষার মুখোমুখি করতে ব্রিসবেন স্পোর্টস সেন্টারের ল্যাবরেটরিকেই বেছে নিয়েছে বিসিবি। এই সেন্টারের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটারদের পরিচয়ের সুযোগ পেয়েছে ২০১৫ বিশ্বকাপকে সামনে রেখে। পরিচিত ব্রিসবেনের ল্যাবরেটরী টেস্টে এই দু’জন যাবেন উতরে, কৃতকার্য হয়ে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে পাওয়া যাবে তাসকিন, আরাফাত সানিকে। চেন্নাইয়ের শ্রী রামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরী টেস্টে এই দু’বোলারের বায়ো মেকানিক্স পরীক্ষার রিপোর্ট পেয়েছে বিসিবি দ্রæততম সময়ের মধ্যে। বোলিং অ্যাকশন ত্রæটিপূর্ণÑ এই দুঃসংবাদটি পেয়েছে বিসিবি ৯ দিনের মধ্যে। তবে এবার সুসংবাদ আশা করছে বিসিবি। ব্রিসবেন স্পোর্টস সেন্টারে বায়ো মেকানিক্স পরীক্ষার রিপোর্ট দ্রæততম সময়ের মধ্যে পাওয়া যাবে। এমনটাই বিশ্বাস বিসিবি’র সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনেরÑ ‘৮ তারিখে ওদের পরীক্ষা। আশা করছি পরীক্ষার রিপোর্ট পেতে খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না। বড়জোর আট-দশদিনের মধ্যে পেয়ে যাব রিপোর্ট।’ তাসকিন, আরাফাত সানিরা ব্রিসবেনে পাচ্ছেন হেড কোচ হাতুরুসিংহেকে। বোলিং অ্যাকশন পরীক্ষার পূর্ব প্রস্তুতিতে হাতুরুসিংহের টিপস তো পাচ্ছেন তারা। পরীক্ষায় কৃতকার্য হলে তো আগামী ২৫ সেপ্টেম্বর থেকে আফগান্তিানের বিপক্ষে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজের আগেই দল নির্বাচনে নির্বাচকদের ভাবনায় থাকবেন এই দু’জন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন