রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভ্যাকসিন কার্যক্রমে ধীর গতির ব্যাখ্যা দিলেন মার্কেল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ এএম

মানুষের ভালোর জন্যেই ভ্যাকসিন কার্যক্রম ধীর গতিতে চলছে বলে জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। সোমবার জার্মানিতে সরকার ও সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানগুলির ‘ভ্যাকসিন সামিট’-এ তিনি এ কথা জানান। এই বক্তব্যের মধ্য দিয়ে মার্কেল মূলত ভ্যাকসিন কার্যক্রমে ধীর গতির যে নীতি ইইউ হাতে নিয়েছে তার পক্ষে অবস্থান নিলেন। এ খবর দিয়েছে ডয়েচে ভেলে। খবরে বলা হয়, বিশ্বে ভ্যাকসিন কার্যক্রমে সবার থেকে এগিয়ে আছে ইসরাইল। দেশটি তার নাগরিকদের তিন জনের একজনকেই ভ্যাকসিন প্রদান করেছে। এরপর ব্রিটেন ও যুক্তরাষ্ট্রও দ্রুত গতিতে নাগরিকদের ভ্যাকসিন প্রয়োগ করে চলেছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নে এ চিত্র আলাদা। সেখানে ভ্যাকসিন প্রয়োগে ধীর গতি নিয়েক্ষুব্ধ হয়ে উঠছে মানুষ। তবে এই ধীর গতির ব্যাখ্যা দিয়েছেন মার্কেল। তিনি বলেন, ইসরাইল, বৃটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ যেভাবে তড়িঘড়ি করে জরুরি ভিত্তিতে একাধিক ভ্যাকসিন প্রয়োগের ছাড়পত্র দিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন সেই পথে যায় নি। সাধারণ মানুষের মনে যথেষ্ট আস্থা সঞ্চার করতে প্রত্যেকটি আবেদন ভালো করে খতিয়ে দেখে তবেই ছাড়পত্র দেয়া হয়েছে। তাছাড়া ওষুধ কোম্পানিগুলির সঙ্গে দীর্ঘ দরকষাকষির পর এমন চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলির দায়বদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে। সেসঙ্গে তথ্য সংরক্ষণের ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হয় নি। প্রবল সমালোচনা সত্ত্বেও জাতীয় স্তরে করোনা ভাইরাসের ভ্যাকসিন সংগ্রহের বদলে ইইউ কমিশনের মাধ্যমে কোম্পানিগুলির সঙ্গে বোঝাপড়ার সার্থকতাও তুলে ধরেন মার্কেল। তিনি বলেন, ‘একলা চলো রে’ নীতি গ্রহণ করলে ভ্যাকসিনের ন্যায্য দাম পাওয়া যেত না এবং ইউরোপের কিছু অঞ্চল বঞ্চিত হতো। তাছাড়া ইউরোপের রাজনৈতিক ঐক্যও ক্ষতিগ্রস্ত হতো। ডয়েচে ভেলে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন