শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ওসি মোয়াজ্জেমের জামিন শুনানি তিন মাসের জন্য মুলতবি

মাদরাসাছাত্রী নুসরাত হত্যা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি ভিডিও করে ইন্টারনেটে ছড়ানোর ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দন্ডিত সোনাগাজী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের জামিন আবেদন তিন মাসের জন্য মুলতবি (স্ট্যান্ডওভার) করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুরাদ রেজা ও ব্যারিস্টার রেদওয়ান আহমেদ রানজীব। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম।

২০১৯ সালের ২৮ নভেম্বর এ মামলায় দুই ধারায় মোয়াজ্জেম হোসেনকে ৮ বছরের কারাদন্ড দিয়েছিলেন সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসশামছ জগলুল হোসেন। একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে দু’টি ধারায় আরও ৬ মাস বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

রায়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৬ ধারায় মোয়াজ্জেমকে ৫ বছর কারাদন্ড ও ৫ লাখ টাকা অর্থদন্ড এবং ২৯ ধারায় তিন বছর কারাদন্ড ও পাঁচ লাখ টাকা অর্থদন্ড করা হয়। অর্থদন্ড অনাদায়ে তাকে আরও ছয় মাস কারাদন্ড দেয়া হয়। এছাড়া আইনের ৩১ ধারায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মোয়াজ্জেমকে খালাস দেয়া হয়। সাজা ধারাবাহিকভাবে কার্যকর হবে বিধায় ওসি মোয়াজ্জেমকে ৮ বছরই কারাদন্ড ভোগ করতে হবে। এ রায়ের বিরুদ্ধে আপিল এবং জামিন প্রার্থনা করেন মোয়াজ্জেম হোসেন।

নুসরাত জাহান রাফিকে ‘অসম্মানজনক’ কথা বলা ও তার জবানবন্দি ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ঘটনায় ২০১৯ সালের ১৫ এপ্রিল সাইবার ট্রাইব্যুনালে সুপ্রিম কোর্টের ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন