বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

চট্টগ্রামে খুনের দায়ে যুবকের মৃত্যুদন্ড

মা-বোনের যাবজ্জীবন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৬ এএম

জমির বিরোধে প্রতিবেশীকে গলাকেটে হত্যার দায়ে এক যুবককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড এবং তার মা ও বোনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

দ-িতরা হলেন- মো. আজম এবং তার মা ফরিদা বেগম ও বোন কামরুন নাহার। এ মামলার অপর আসামি আজমের বাবা আব্দুর রাজ্জাক বিচার চলাকালে মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। মৃত্যুদ- ও যাবজ্জীবনের পাশাপাশি আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদ- অনাদায়ে আরও এক বছর করে কারাদ-ের আদেশ দেওয়া হয়েছে বলে জানান চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা পিপি লোকমান হোসেন চৌধুরী।

২০০৯ সালের ১৯ অক্টোবর হত্যাকা-ের পর থেকেই আজম পলাতক। তার মা ও বোন আগে আদালতে হাজিরা দিলেও রায় ঘোষণার সময় অনুপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায়, আসামিরা চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর গ্রামে তাদের প্রতিবেশী প্রবাসী আব্দুস সালামকে গলাকেটে হত্যা করে। এ ঘটনায় সালামের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ ২০১০ সালের ৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয়। একই বছরের ৭ সেপ্টেম্বর আদালত অভিযোগ গঠন করে। মামলার ২১ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য নেওয়া হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
নাজিম ৫ ফেব্রুয়ারি, ২০২১, ২:১৪ এএম says : 0
অপরাধীদেরকে মৃত্যুদন্ড দেয়া উচিত
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন