বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মার্কিন সেনাপ্রধানের সঙ্গে জেনারেল আজিজ আহমেদের সাক্ষাৎ

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে দেশটিতে সফরে রয়েছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রশিক্ষণ সুবিধা পরিদর্শন করেন। মার্কিন সেনাপ্রধান ম্যাক কনভিলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং আলোচনায় অংশগ্রহণ করেন। সাক্ষাৎকালে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
জেনারেল আজিজ আহমেদ যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে ক্রেস্ট উপহার দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল শনিবার এ তথ্য জানায়। গত ২৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা থেকে রওনা দেন সেনাপ্রধান। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ যুক্তরাষ্ট্র সফরকালে অফিস অফ দ্য সেক্রেটারি অফ ডিফেন্স ফর পলিসি সাউথ ও সাউথইস্ট এশিয়াতে আঞ্চলিক প্রতিরক্ষা এবং দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতা বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করছেন।
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মিলিটারি অ্যাডভাইজার এবং আন্ডার সেক্রেটারি জেনারেলদের সঙ্গেও মতবিনিময় করছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সদস্য সংখ্যা বৃদ্ধি, বিভিন্ন শান্তিরক্ষা মিশন সুষ্ঠুভাবে পরিচালনা এবং নীতি নির্ধারণী পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সফর শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ফিরবেন। --আইএসপিআর

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
ইমরান ৭ ফেব্রুয়ারি, ২০২১, ২:১৬ এএম says : 0
আশা করি দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক আরও জোরদার হবে
Total Reply(0)
মারিয়া ৭ ফেব্রুয়ারি, ২০২১, ২:১৭ এএম says : 0
পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উভয় দেশ উপকৃত হবে।
Total Reply(0)
সোলায়মান ৭ ফেব্রুয়ারি, ২০২১, ২:১৮ এএম says : 0
সেনাপ্রধানের এই সফরটি দেশের জন্য কল্যাণ বয়ে আনবে- এমনটাই প্রত্যাশা করি।
Total Reply(0)
Mohammad Abu Talha ৭ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪৪ এএম says : 0
আমেরিকার সাথে কৌশলী সামরিক সম্পর্ক করতে হবে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন