শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আয়ারল্যান্ড সফরে সব ম্যাচ জয়ের হুংকার

প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডের কাছে হারের অতীত খুব বেশি দিনের নয়। গত ডিসেম্বরে ওই হারের পর আর কোন ম্যাচ জেতেনি বাংলাদেশ নারী দল। টি-২০ বিশ্বকাপের পর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ছাড়া প্রতিদ্ব›দ্বীতাপূর্ণ কোন আসরে খেলেনি নারী ক্রিকেট দল। ওয়ানডে মর্যাদা ধরে রাখতে বাধ্য হয়ে ২ ম্যাচের টি-২০ও ২ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামীকাল আয়ারল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ নারী দল। তাও আবার সফরে নেই সালমার মতো অভিজ্ঞ অল রাউন্ডার। দীর্ঘদিন কোচহীন কেটে গেছে দলটির কর্মকাÐ। অথচ, এই দলটিই কি না আয়ারল্যান্ড সফরে সব ক’টি ম্যাচ জিততে চায়! গতকাল এ হুংকারই দিয়েছেন দলটির অধিনায়ক জাহানারা আলমÑ ‘আমাদের মূলত টার্গেট থাকবে সবগুলো ম্যাচ জেতা। দুটি ওয়ানডের পাশাপাশি দুটি টি-টোয়েন্টি আছে আমাদের। চারটি ম্যাচই আমরা জিতে দেশে ফিরতে চাই।’
আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ নারী দলের প্রধান প্রতিপক্ষ সেখানকার আবহাওয়া,উইকেট। তাছাড়া ম্যাচে অবতীর্ণ হওয়ার আগে তেমন প্রস্তুতির সুযোগও পাচ্ছে না বাংলাদেশ নারী দল। তাই সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়াকেই চ্যালেঞ্জ মনে করছেন জাহানারাÑ ‘ওখানে গিয়ে আমরা একদিন অনুশীলনের জন্য পাবো। ওখানে এখন প্রচÐ ঠাÐা, আর এখানে গরমের মধ্যে আমরা অনুশীলন করছি। একদিন অনুশীলন করে মাঠে নামাটা যথেষ্ট নয়।’
ইনজুরির কারণে সালমাকে ছাড়া আয়ারল্যান্ড সফরকেও কঠিন মানছেন তিনিÑ ‘সালমা আপু ইনজুরির কারণে আমাদের সঙ্গে নেই। ওনাকে আমরা অনেক মিস করবো। আমাদের দলের সেরা অলরাউন্ডার। তবে আমার মনে হয় না যে খুব বেশি সমস্যা হবে। আমাদের দলে দুইজন নতুন যোগ হয়েছে। এই দুইজন ১৮ জনের দলে ছিল। দুইজনই অনেক ভালো খেলোয়াড়। একজন স্পিন অলরাউন্ডার, আরেকজন পেসার। ওদের দুইজনকে যদি ভালো ভাবে ব্যবহার করতে পারি, তাহলে ভালো রেজাল্ট পাবো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন