শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

কিশোরগঞ্জ কারাগারে বন্দিকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

কিশোরগঞ্জ জেলা কারাগারে কয়েকজন বন্দির মধ্যে মারামারির ঘটনায় আব্দুল হাই নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় জাহাঙ্গির নামে আরো একজন বন্দি আহত হয়েছে। কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশিদ জানান, নিহত আব্দুল হাই ধর্ষণ মামলার আসামি এবং সে কিশোরগঞ্জ সদরের শিমুলহাটি গ্রামের ইসরাইল মিয়ার পুত্র।

জেল সুপার জানান, গতকাল ভোর চারটার দিকে ধর্ষণ মামলার আসামি মো. সাইদু মিয়া সেলের বাথরুমের দরজার কাঠ ভেঙে আব্দুল হাই ও জাহাঙ্গিরকে পিটিয়ে গুরুতর আহত করে। তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হাইকে মৃত ঘোষণা করেন। আহত বন্দি জাহাঙ্গিরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় আইজি প্রিজন ও জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন