শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফরিদপুরে স্বামীর ফাঁসির আদেশ অভিযোগ স্ত্রীকে হত্যা

ফরিদপুর জেলাসংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:১০ পিএম

ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে মো. সুমন শেখ (৩৮) নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি সুমন শেখ এজলাসে উপস্থিত ছিলেন। তার বাড়ি রাজবাড়ী সদর বিনোদপুর নিউকলোনীতে।

মামলার বিবরণীতে জানা যায়, ফদিরপুর শহরের চরকমলাপুর ভাড়া বাড়িতে ২০১৮ সালের ১৫ আগস্ট স্ত্রী মমতাজ বেগমকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করেন সুমন। পরে বিষয়টি গোপন করতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ওড়না মমতাজের গলায় বেঁধে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় ১৭ আগস্ট নিহতের বোন আকলিমা বেগম বাদি হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন