শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

টাঙ্গাইলের দেলদুয়ারে মাদক সেবনের জেরে একজনকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৫৮ পিএম

 টাঙ্গাইলের দেলদুয়ারে মাদক সেবনকে কেন্দ্র করে রায়হান (২০) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঘাততলা এলাকা থেকে রায়হানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত রায়হান নলুয়া গ্রামের আজাহার আলীর ছেলে। তবে এ ঘটনায় গ্রেফতার দুইজনের পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে রায়হানের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ আছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মাদক সেবন নিয়ে কথাকাটাকাটির জেরে এই হত্যাকান্ড ঘটছে। বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে পরে জানানো হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন