শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজবাড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়েছে স্বামী

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২৩, ১১:৪৩ এএম

রাজবাড়ীতে পারিবারিক কলহের জের ধরে বিউটি বেগম (৩০) নামে এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করে পালিয়েছে তার স্বামী আব্দুল লতিফ কাজী।
বুধবার রাত পৌনে ২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বার্থা গ্রামের বসতবাড়ীতে এ নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানিয়েছেন, রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের মতিয়ার কাজীর ছেলে আব্দুল লতিফ কাজী (৩৫) সাথে রাত পৌনে ২টার দিকে তার স্ত্রী বিউটি বেগম (৩০) পারিবারিক বিষয়ে ঝগড়া লাগে। এক পর্যায়ে স্বামী লতিফ কাজী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই বিউটি বেগমের মৃত্যু হয়। এ সময় হত্যার পর আব্দুল লতিফ কাজী পালিয়ে যায়।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বামী-স্ত্রীর পারিবারিক বিরোধের জের ধরে এলোপাথারী ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন