বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সৌম্য-রাহির বোলিংয়ে বাংলাদেশের স্বস্তি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ২:১৯ পিএম

ইনিংসের শুরু থেকেই সাবলীল ব্যাটিংয়ে থিতু হয়ে যান ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েস্ট। দুই সতীর্থকে হারানোর পরও টিকে ছিলেন তিনি।

অবশেষে ব্র্যাথওয়েটের প্রতিরোধ ভেঙেছেন সৌম্য সরকার। নিজের প্রথম স্পেলে অতিথি দলটির ওপেনারকে আউট করেন। ১২২ বল খেলে চার বাউন্ডারিতে ৪৭ রান করেন ব্র্যাথওয়েট।

সৌম্যর পর ক্যারিবীয়দের চতুর্থ উইকেট তুলে নেন আবু জায়েদ রাহি। ফিরিয়ে দেন আগের ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান কাইল মায়ার্সকে। রাহির বলে স্লিপে সৌম্যর হাতে ক্যাচ দিয়ে পাঁচ রানে আউট হন মায়ার্স। সৌম্য-রাহির পর আঘাতে স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪৮ ওভারে চার উইকেটে ১১৬ রান।

প্রথম সেশনে বাংলাদেশকে একমাত্র সাফল্য এনে দেন স্পিনার তাইজুল ইসলাম। ক্যারিবীয়দের ওপেনিং জুটি ভাঙেন তিনি। তাইজুলের পর দ্বিতীয় সেশনের শুরুতেই উইকেট পেয়েছেন পেসার আবু জায়েদ রাহি। শেন মোজলেকে বোল্ড করে ফিরিয়ে দিয়েছেন এই অভিজ্ঞ পেসার।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের ২০ ওভার পর্যন্ত ক্যারিবীয়দের ওপেনিং জুটি ভাঙতে পারেননি বাংলাদেশের বোলাররা। অবশেষে ২১তম ওভারে সাফল্য এনে দেন তাইজুল। প্রথম সেশনে তাইজুল ছাড়া আর কোনো সাফল্য পায়নি বাংলাদেশ।

ম্যাচের ২০.৪তম ওভারে জন ক্যাম্পবেলকে এলবির ফাঁদে ফেলে সাজঘরে পাঠান তাইজুল। অবশ্য তাইজুলের করা আবেদনের পর রিভিউ নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তাতে লাভ হয়নি। রিভিউতে স্পষ্ট আউট দেখানোয় ৩৬ রানে সাজঘরে ফিরতে হয়েছে ক্যাম্পবেলকে। ভেঙেছে ৬৬ রানের ওপেনিং জুটি। এরপর ৩৩.২ ওভারে দ্বিতীয় জুটি ভাঙেন রাহি।

ম্যাচটিতে একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে সৌম্য সরকার, আবু জায়েদ রাহি ও মোহাম্মদ মিঠুনকে। বাদ পড়েছেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান।

চোটের কারণে ম্যাচটিতে নেই মূল ভরসার মুখ সাকিব আল হাসান। তাঁর বদলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। অন্যদিকে চোটের জন্য ছিটকে যাওয়া আরেক ব্যাটসম্যান সাদমান ইসলামের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে মিঠুনকে। মুস্তাফিজের বদলে দলে এসেছেন রাহি।

অন্যদিকে শেষ ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। কেমার রোচকে ড্রপ দিয়ে আলজারি জোসেফকে সুযোগ দিয়েছে সফরকারীরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছে তারা।

সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে কাইল মায়ার্সের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তুমুল লড়াইয়ের পর চতুর্থ ইনিংসে ৩৯৫ রানের পাহাড় টপকে রেকর্ড জয় তুলে নেয় সফরকারীরা। মায়ার্স তার অভিষেক ম্যাচে খেলেন ২১০ রানের অপরাজিত ইনিংস। ওই ম্যাচ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন